অনলাইন ডেস্ক :
তরুণ নির্মাতা সাজ্জাদ খানের চলচ্চিত্র ‘সাহস’ সাধারণ দর্শকের সামনে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে এটি বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত সপ্তাহে বোর্ডে সিনেমাটির প্রদর্শন হয়েছে। এরপরই সব সদস্যরা এই সিদ্ধান্ত নেন। জানা যায়, দুয়েকদিনের মধ্যে ছবির প্রযোজক বরাবর চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। এতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্ষা, ইমরানসহ আরও অনেকে। বুধবার দুপুরে সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে ছবিটি অপ্রদর্শনযোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’ তিনি জানান, কেন ছবিটি সেন্সর সার্টিফিকেট পেলো না, তা চিঠি আকারে পাঠানো হবে এর প্রযোজক শাপলা মিডিয়া বরাবর। চিঠিটা তৈরি আছে। আজ-কালের মধ্যেই এটি পেয়ে যাবেন তারা। ‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ চলতি বছরে বেশ গোপনে শুরু করেছিলেন। পরে তা চমক আকারে জানান এই নির্মাতা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ