December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 7:18 pm

সানীর নতুন মিশনে শাকিব

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র থেকে ফিরে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের মধ্যে বেশ পরিবর্তন দেখা যাচ্ছিল। শারীরিক গড়নে যেমন পরিবর্তন এনেছেন, তেমনি নতুন নতুন সিনেমা হাতে নেয়ার ক্ষেত্রেও ভীষণ সচেতন হয়েছেন দেশসেরা এই নায়ক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত সিনেমা করার ক্ষেত্রে যেন আরও এক ধাপ আগালেন শাকিব, যেটা তার ভক্তরা চাইছিলেন। শুধু কথা নয়, কাজেও প্রমাণ দিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। আগামীর কাজগুলোর জন্য সময়ের সবচেয়ে সম্ভবনাময় নির্মাতাদের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা করছেন শাকিব খান। তবে অনেকের সঙ্গে সিনেমার আলাপে বসলেও ফলপ্রসূ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার চিত্রনাট্যকার ও ‘মিশন এক্সট্রিম’ সিনেমার পরিচালক সানী সানোয়ারের সঙ্গে। জানা গেছে, মঙ্গলবার রাতে শাকিব ও সানী সানোয়ার নতুন সিনেমার জন্যই বৈঠক করেছেন। সেই বৈঠকের আলোচ্য বিষয় ছিল, নতুন সিনেমা। ঢালিউড কিং শাকিব খানকে নিয়েই নতুন এক মিশনে যাচ্ছেন চৌকস পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। সানী জানান, কেবল প্রাথমিক পর্যায়ের আলাপ হয়েছে। সূত্র জানায়, যেহেতু বড় কিছু হবে তাই চূড়ান্ত কিছু ঘটতে আরও কিছুদিন সময় লাগবে। বড়সড় চমক দিয়েই আসবে এই ঘোষণা। এও জানা যায়, সানী সানোয়ারের পরিচালনায় শাকিব খানের নতুন এই সিনেমাটি আগামী বছর উৎসব ঘিরে নির্মিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, দেশ ও বিদেশের কাজ করবেন। এক এক করে সব প্রকাশ করবেন। সেই চমকের অপেক্ষায় আছে শাকিব ভক্ত অনুরাগীরা। শাকিব খানও ভক্তদের হতাশ করতে চান না। এ কারণে অনেক প্রযোজক নির্মাতা তাকে নিয়ে সিনেমা করতে চাইলেও তিনি হাসিমুখে প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। সূত্র জানাচ্ছে, সিনেমা নির্বাচনে ‘ভীষণ চুজি’ হয়েছেন শাকিব। দেশের পাশাপাশি বিদেশের কথা মাথায় রেখে নতুন নতুন কাজ করতে যাচ্ছেন। এক বিন্দুও ছাড় দিয়ে আর কাজ করতে চাইছেন না এই তারকা।