অনলাইন ডেস্ক :
অনায়াস জয়ে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে শুভসূচনা করল আবাহনী লিমিটেড। ব্যাটিং-বোলিংয়ে তাদের দাপুটে পারফরম্যান্সে পাত্তাই পেল না কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার (২৬ মে) ৭ উইকেটে জিতেছে আবাহনী। ৪৮.৩ ওভার ব্যাটিং করে স্রেফ ১০৫ রানে গুটিয়ে যায় কেরানিগঞ্জ। ১৭৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দারুণ বোলিংয়ে জয়ের মূল কারিগর সান্দিহা ইসলাম আশা।
৮ ওভারে দুই মেডেনসহ স্রেফ ৮ রান খরচায় দলের সর্বোচ্চ ৩ উইকেট নেন এই অফ স্পিনার। রান তাড়ায় দায়িত্ব নিয়ে কাজ সারেন মুর্শিদা খাতুন। অপরাজিত ৪৪ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। টস জিতে ব্যাটিংয়ে নামা কেরানিগঞ্জের পক্ষে অধিনায়ক শাহানাজ পারভিন একাই যা লড়াই করেন। ওপেনিংয়ে নেমে করেন ম্যাচের একমাত্র ফিফটি।
অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে ১৪০ বলে ২ চারে খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সুমাইয়া আইরিন। ২১ বলে ২ চারে তিনি করেছেন ১০ রান। সান্দিহার ৩ উইকেট ছাড়া সাবেকুন নাহার নেন ২টি। অভিজ্ঞ পেসার জাহানারা আলম ধরেন ১টি শিকার। রান তাড়ায় শুরুতেই শামীমা সুলতানাকে হারায় আবাহনী। জাতীয় দলের কিপার-ব্যাটার করেন ৭ রান। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন ইশমা তানজিম ও মুর্শিদা। ৩ চারে ২৪ রান করে আউট হন ইশমা। একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন মুর্শিদা।
বয়সভিত্তিক ক্রিকেটে ওপেনিংয়ে আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্য দেখানো আফিয়া আনাম প্রত্যাশা নামেন চার নম্বরে। ম্যাচের দুটি ছক্কাই আসে তার ব্যাট থেকে। একই ওভারে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা দুটি মারেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মারকুটে ব্যাটার। জয়ের জন্য ১৩ রান বাকি থাকতে ১০ বলে ২০ রান করে ফেরেন তিনি। শুরু থেকে দায়িত্ব নিয়ে খেলতে থাকা মুর্শিদা ম্যাচ শেষ করেই ফেরেন। ৬ রানের জন্য ফিফটি ছোঁয়া হয়নি তার। ৫৬ বলের অপরাজিত ইনিংসে ৬টি চার মারেন বাঁহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর:
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ৪৮.৩ ওভারে ১০৫ (শাহানাজ ৫০, জামিলা ৬, সুমাইয়া ১০, রচনা ৪, মাকতুবা ৬, জহুরা ০, শিল্পা ০, টুম্পা ১, শারমিন ৮, কণা ৩, ফারিয়া ০*; জাহানারা ৮.৩-০-২১-১, হ্যাপি ৬-০-২৩-০, ফাতেমা জাহান ৯-১-২১-০, ফাতেমা আক্তার ৭-১-১২-১, সান্দিহা ৮-২-৮-৩, সাবেকুন ৭-২-১৭-২, ইশমা ৩-১-২-১)
আবাহনী লিমিটেড: ২০.৫ ওভারে ১০৬/৩ (মুর্শিদা ৪৪*, শামিমা ৭, ইশমা ২৪, আফিয়া ২০, সম্পা ৩*; কণা ১-০-৭-০, ফারিয়া ৬-০-২৩-০, শাহানাজ ৬-১-১৯-১, মাকতুবা ২-০-১১-০, টুম্পা ১-০-৮-০, শারমিন ২.৫-০-১৮-২, শিল্পা ২-০-২০-০)
ফল: আবাহনী লিমিটেড ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: সান্দিহা ইসলাম আশা
আরও পড়ুন
ইউএস ওপেনের নতুন রানী হলেন সাবালেঙ্কা
বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী দলের ওয়ানডে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মইন আলি