September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 13th, 2023, 12:36 pm

সাপাহার উপজেলার নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ (সাপাহার):

সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন বলেছেন আমরা যারা সরকারী চাকুরীতে নিয়োজিত রয়েছি তাদেরকে কর্মকর্তা বলতে রাজি নই। পবিত্র সংবিধান মতে আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী তাই আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক নিয়মে সম্পন্ন করতে চাই। তবে আমরা যে যাই করিনা কেন রোজ কিয়ামতের দিন নিজ নিজ দায়িত্ব বোধ থেকে আমাদেরকে সঠিক সঠিক জবাবদিহী করতে হবে। তাই দেশের উন্নয়নে আমরা সবাই এক সাথে কাজ করে যাব। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা গুলি বলছিলেন।

এসময় সাপাহার উপজেলার সিনিয়র সাংবাদিক “কালের কন্ঠ” ও “দৈনিক করতোয়া” পত্রিকার প্রতিনিধি তছলিম উদ্দীন, “দৈনিক যায়যায় দিন এর প্রতিনিধি বাবুল আকতার, “দৈনিক কালবেলা”, দি নিউ নেশন ও খবর পত্র প্রতিনিধি কামরুল ইসলাম, “দৈনিক ভোরের দর্পন” এর প্রতিনিধি প্রদীপ সাহা, “দৈনিক আজকালের খবর প্রতিনিধি গোলাপ খন্দকার,“সংবাদ” প্রতিনিধি তোফায়েল আহম্মেদ, “দৈনিক বগুড়া প্রতিনিধি আব্দুল হালিম, সাংবাদিক আদম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।