অনলাইন ডেস্ক :
কয়েক দফা দাবির পর অবশেষে বেতন বাড়ানো হচ্ছে বাফুফের ক্যাম্পে থাকা মেয়ে ফুটবলারদের। গত মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ছুটিতে যান সাবিনা-কৃষ্ণারা। ছুটিতে যাওয়ার আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবিতে বাফুফে সভাপতি বরাবর লিখিত চিঠি দিয়েছিলেন নারী ফুটবলাররা। দাবি মেনে না নিলে ক্যাম্প ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কয়েকজন শীর্ষ ফুটবলার। এতেই নড়েচড়ে বসেন বাফুফের দায়িত্বশীলরা। মেয়েদের চিঠি আমলে নিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ হাজার টাকা মাসিক বেতন পান অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা ১০ হাজার এবং বয়সভিত্তিক দলের মেয়েরা পেয়ে থাকেন পাঁচ-ছয় হাজার করে। বর্তমান বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাবিনা। তবে বেতন বাড়লে সেটি বাস্তবায়িত কতটুকু হবে সেটি নিয়েও শঙ্কার কথা শুনিয়েছেন সাবিনা, ‘দাবি তো মেনে নিয়েছে, কিন্তু কী হয় সেটাই দেখার বিষয়।’
মৌখিকভাবে দাবি মেনে নিলেও এখনো এটা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন মেয়েরা। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তা বাড়ানো হচ্ছিল না। তাতে ক্যাম্পের ভেতরে তৈরি হয়েছিল অস্থিরতা। অবশেষে এমন খবরে সেই অস্থিরতা নিশ্চিতভাবেই কাটতে যাচ্ছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা