October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 8:01 pm

সাবেক ‘আইএস নববধু’ অস্ট্রেলিয়ার আদালতের মুখোমুখী

অনলাইন ডেস্ক :

সিরিয়ার একটি অপরিচ্ছন্ন বন্দি শিবির থেকে উদ্ধার করা অস্ট্রেলিয়ার এক নারীকে ইসলামিক স্টেট গ্রুপে তার সাবেক স্বামীর ভূমিকার সাথে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার (৬ জানুয়ারী) আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। খবর এএফপি’র। কুখ্যাত ক্যাম্প আল-হোল ও রোজ থেকে অস্ট্রেলিয়ার নারী ও শিশুদের মুক্ত করার মানবিক মিশনের অংশ হিসেবে গত অক্টোবরে মরিয়ম রাদকে প্রত্যাবাসন করা হয়েছিল। এ নারী পরাজিত আইএস যোদ্ধাদের অধিকাংশ স্ত্রীদের মতো এই মামলায় জড়িত রয়েছেন। সিরিয়ায় তাদের স্বামীদের পথ অনুসরণ করায় তারা সকলে প্রতারিত হওয়ার কথা বা তাদের স্বামীদের পথ অনুসরণ করতে বাধ্য হওয়ার কথা জানায় তারা। গত বৃহস্পতিবার রাদকে গ্রেপ্তার করা অস্ট্রেলিয়ার পুলিশ যুক্তি দেখায় যে তার স্বামী হিসেবে পরিচিত ৩১ বছর বয়সী মুহাম্মাদ জাহাব আইএসের উচ্চ পর্যায়ের একজন নিয়োগদাতা। রাদ ‘স্বেচ্ছায় সংঘাতপূর্ণ এ অঞ্চল সফর করেছিলেন।’ রাদ আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার বিভিন্ন অঞ্চল সফর করায় অস্ট্রেলিয়ার আইনের আওতায় এটিকে অপরাধ হিসেবে গণ্য করে তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনি অভিযুক্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড হতে পারে। শুক্রবার (৬ জানুয়ারী) সকালে সংক্ষিপ্ত শুনানির পর রাদের জামিন মঞ্জুর করা হয় এবং আগামী মার্চে তাকে ফের আদালতে হাজির হতে হবে। বাসস