নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক সংসদ চৌধুরী আকমাল ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত ১টায় ঢাকায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। চৌধুরী আকমাল ইবনে ইউসুফের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গতকাল রোববার বাদ আসর ফরিদপুর নিজ সংসদীয় এলাকায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুম আকমাল ইবনে ইউসুফ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার তৃতীয় সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ফরিদপুর অঞ্চলের বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের আপন সেঝ ভাই। এই সাবেক সংসদ সদস্য মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন
ঐক্য অটুট রাখতে শরিকদের সঙ্গে বিএনপির সংলাপ শুরু
জাগপা চট্টগ্রাম মহানরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অপরাধীদের ক্ষমা নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত: রিজভী