October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 7:48 pm

সাবেক কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ২৪ নারী ফুটবলারের

অনলাইন ডেস্ক :

দেশটির ২৪ নারী ফুটবলার। তাদের প্রত্যেকেই ভেনেজুয়েলার হয়ে শীর্ষ পর্যায়ে খেলে থাকেন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভেনেজুয়েলার বিভিন্ন পর্যায়ের নারী জাতীয় দলের কোচিং করিয়েছেন কেনেথ জেসেরেমেতা। বয়সভিত্তিক পর্যায়ের বিশ্বকাপে তিনবার চূড়ান্ত পর্বে খেলিয়েছেন ভেনেজুয়েলাকে। এ ছাড়া দুইবার জিতেছেন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ২০১৭ সালে ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের কোচ পদ থেকে ছাঁটাই হন জেসেরেমেতা। জেসেরেমেতার বিরুদ্ধে অভিযোগ তোলার সময় এই কোচকে ‘দানব’ বলে আখ্যায়িত করেছে নারী ফুটবলাররা। যাদের দলে আছেন ভেনেজুয়েলা জাতীয় দল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের নারী ফুটবলার দেয়ানো কাস্তেলানোস। মোট ২৪ ফুটবলারের স্বাক্ষরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ করেছেন কাস্তেলানোস নিজেই। তিনি লিখেন, ‘গত বছর আমাদের এক সতীর্থ জানায়, সে ১৪ বছর বয়স থেকে কোচের হাতে যৌন হয়রানির শিকার হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘মেয়েদের ফুটবলে আর কেউ যেন এ ঘটনার শিকার না হয়, সে জন্য আমরা কোচ কেনেথ জেসেরেমেতার শারীরিক, মানসিক ও যৌন হয়রানি থামাতে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছি।’ অভিযোগ তোলা খেলোয়াড়দের দাবি, ‘সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ফিফা, কনফেডারেশনস, ফেডারেশন, লিগে এই কোচকে যেন মেয়েদের ফুটবলে কাজ করতে না দেন।’