November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 7:22 pm

সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ৫

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে সোমবার অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার গৌরীপুর ও কুমকুমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় শতাধিক দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে ইউএনবির সাভার প্রতিনিধি জানিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন যে গৌরীপুরের বটতলা এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।

তিনি ইউএনবিকে আরও বলেন, ‘পরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি অন্য শিক্ষার্থীদের অবহিত করেন। শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে গৌরীপুর ও কুমকুমারী এলাকায় শতাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’

যে শিক্ষার্থীর মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িত ছিল তার পরিচয় এখনও জানা যায়নি।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

—-ইউএনবি