October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 10th, 2023, 7:27 pm

সামনে এলো ‘ওয়েলকাম থ্রি’

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম থ্রি’ নিয়ে। এবার তৃতীয় পর্বেও প্রধান চরিত্রে থাকছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। শনিবার অক্ষয় কুমারের ৫৬তম জন্মদিন এর বিশেষ দিনটি উপলক্ষে ‘ওয়েলকাম থ্রি’র টিজার প্রকাশ করেছেন তিনি নিজেই। এ পর্বের সিনেমাটির শিরোনাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিজের জন্মদিন উপলক্ষে অক্ষয় কুমার তার ভক্তদের বিশেষ উপহার হিসেবে হাস্যকর ‘ওয়েলকাম থ্রি’র প্রোমো ভিডিও শেয়ার করেছেন। আর এই প্রোমো ভিডিও দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোমোটি শেয়ার করে অক্ষয় লেখেন, আজ আমার জন্মদিনে আমি আপনাকে এবং নিজেকে একটি উপহার দিয়েছি। আপনারা যদি এটি পছন্দ করেন এবং ধন্যবাদ জানান, আমি বলব স্বাগতম (থ্রি)। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আহমেদ খানের পরিচালনায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এ আছেন অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, ডিলার মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব, মুকেশসহ একদল প্রতিভাবান তারকা। তাছাড়া চমক দেখাবে রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।