October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 7:53 pm

সামনে এলো ‘কাবুলিওয়ালা’র পোস্টার

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কাবুলিওয়ালা’। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মঙ্গলবার সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা। ওই পোস্টারে দেখা যাচ্ছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। জানা গেছে, ‘কাবুলিওয়ালা’ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। ফলে শুরু থেকেই সিনেমাটিকে ঘিরে ব্যাপক কৌতূহল রয়েছে অনুরাগীদের।

বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্পটি আজও ছোটদের কাছে আকর্ষণ। সিনেমাটি নির্মাণ করেছেন সুমন ঘোষ। ইতোমধ্যে তার নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। অন্যদিকে, মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।