October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 8:25 pm

সারোগেসির মাধ্যমে মা হওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

গেল বছরের শুরুতে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর মিলেছিল বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তবে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। অনেকেতো এমনও বলেছিলেন ক্যারিয়ার নষ্ট হবার ভয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়াঙ্কা। কিন্তু সত্যিই কি তাই? সম্প্রতি ভোগকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। ভোগকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি জানিয়েছেন কেন তিনি ও তার স্বামী নিক তাদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন। প্রিয়াঙ্কা জানান, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল’। তিনি আরও বলেন, ‘এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব হয়েছে।’ নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা। বলেন, ‘আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। দীর্ঘ ছয় মাস ধরে তিনি আমাদের জন্য এই মূল্যবান উপহারের যতœ নিয়েছিলেন।’ ‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তার মানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে’, এমনটাও বলেন প্রিয়াঙ্কা। সারোগেসি নিয়ে ওঠা বিতর্কে প্রতিক্রিয়া দিয়ে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ অভিনেত্রী আরও যোগ করেন, ‘লোকেদের আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু তারপরও আমার মেয়েকে নিয়ে কথা ওঠা খুবই বেদনাদায়ক। ওকে এসব থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না।’ নির্ধারিত সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। রোজ মেয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতেন নিক-প্রিয়াঙ্কা। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘ওকে বুকের উপরে নিয়ে আমি আর নিক প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে আদৌ ওকে পাবো কিনা।’ একই সঙ্গে সেই সময় মার্কিন মুলুকে ছিল ওমিক্রনের তরঙ্গ। তার মাঝেই মেয়েকে আগলে রেখেছিলেন এই তারকা দম্পতি। সূত্র: বলিউড হাঙ্গামা