October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:22 pm

সালমানকে চুমুর ভিডিও পোস্ট করলেন দিশা

অনলাইন ডেস্ক :

সালমান মুক্তাদির ও দিশা ইসলাম বিয়ে করেছেন কিছুদিন আগেই। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রিয়েল লাইফেও কম আলোচিত ছিল না। কেননা সালমান বিয়ে করেছেন যে দিশাকে, তার পূর্বের ঘরে দুই সন্তান রয়েছে। নেটিজেনদের চর্চার বিষয় ছিল এটি। যদিও সালমান ও দিশা বরাবরই বলেছেন, বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছতে মানসিকভাবে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন তারা। তবে বিয়ের পর দুজন আনন্দময় সময় পার করছেন। সেসব সোশ্যাল হ্যান্ডেলে নজর রাখলেই বোঝা যায়। এই যেমন বিয়ের পর মঙ্গলবার বিকেলে দ্বিতীয় পোস্ট করেছেন দিশা ইসলাম। একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে দেখা গেল সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। সালমানও প্রত্যুত্তর দিচ্ছেন। এর আগে দিশা নিজের দুই সন্তানের সঙ্গে সালমানের খুনসুটির পোস্ট শেয়ার করেছিলেন। বিয়ের পূর্বে কী ধরনের যুদ্ধ, কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন সালমান―বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছিলেন আলোচিত এই অভিনেতা। বলেছিলেন, ‘আসলে আমাকে যে যুদ্ধ করতে হয়েছে বিষয়টা তেমন না, ওকেই (দিশা) বেশি যুদ্ধ করতে হয়েছে। পূর্বে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কোনোভাবেই যোগাযোগ করতে পারত না। আমিও কনফিউশনে ছিলাম। আমার অতীত নিয়ে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় ছিল। তাই আমিও বুঝতেছিলাম না প্ল্যানটা কী? শেষমেশ প্ল্যান হলো, সব কিছু ছেড়েছুড়ে সে আমার কাছে চলে আসবে।’

এই বিয়েতে কী কী ছাড়তে হয়েছিল সালমান মুক্তাদির ও দিশাকে? সালমানকে তেমন কিছুই ছাড়তে হয়নি, শুধু অতীতের বিষয়গুলো ছাড়া। সালমান বলেছিলেন, ‘কিন্তু ওকে সব ছাড়তে হয়েছে। বেসিক্যালি যুদ্ধটা ও করেছে। ওর লাইফে এমন কিছু নেই যে ও ছেড়ে আসেনি। শুধু আমি কেন, কেউই ওকে প্রোপার ট্রিটমেন্ট দেওয়ার যোগ্যতা রাখে না। তার পরও সব কিছু ছেড়ে আসছে, এটার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’ এদিকে দিশার পোস্ট করা ভিডিও নানা প্রতিক্রিয়ায় জানাচ্ছেন নেটিজেনরা।