September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 7:59 pm

সালমানের ছবি ছাড়লেন আয়ুশ!

অনলাইন ডেস্ক :

সালমানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন অভিনেতার ভগ্নীপতি আয়ুশ শর্মা। ‘লাভরাত্রি’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর পর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তেও কাজ করছিলেন অভিনেতা। কিন্তু শোনা যাচ্ছে একটু মতবিরোধ হতেই সালমানের ছবি থেকে সরে গেলেন আয়ুশ। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি-র টিম শুটিং শুরু করে দিয়েছিল। তারপর কিছু সমস্যা তৈরি হয় আয়ুশ আর এসকেএফের মধ্যে। আর তার জেরেই নিজেকে সরিয়ে নেন আয়ুশ।’ তবে মনোমালিন্যের খবর মানতে রাজি নিন আয়ুশ। সিনেমা ছেড়ে দেয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চরিত্রটি ছোট ছিল, তাই সরে গিয়েছি।’ আয়ুশের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছেড়েছেন জহির ইকবালও। এই অভিনেতাও সালমানের সাহায্যেই বলিউডে পা রাখেন। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ টিমের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা না হলেও জানা গেছে এই সিনেমায় ছেড়ে যাওয়া দুই অভিনেতার জায়গায় আসবেন অভিমন্যু দাসানি (ভাগ্যশ্রীর ছেলে) ও মিজান জাফরি (জাভেদ জাফরির ছেলে)।