October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 7:28 pm

সালমানের সঙ্গে এক ছবিতে ভাগ্যশ্রী-ভূমিকা

অনলাইন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারে অন্যতম দুটি সফল ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (১৯৮৯) ও ‘তেরে নাম’ (২০০৩)। প্রথমটিতে তার সঙ্গে দেখা গেছে ভাগ্যশ্রীকে, দ্বিতীয়টিতে অভিনয় করেন ভূমিকা চাওলা। দুটি ছবিই বক্স অফিসে অসামান্য সাফল্য পেয়েছিলো। এখনও বলিউডের আইকনিক রোম্যান্টিক ছবিগুলোর তালিকায় এই দুটির নাম উল্লেখ করা হয়। চমকপ্রদ ব্যাপার হলো, পুরনো সেই দুজন নায়িকাকে আবারও সালমান খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে। সাল্লুর নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এ অভিনয় করবেন ভূমিকা ও ভাগ্যশ্রী। ইন্ডিয়া টুডের কাছে এমনটাই জানিয়েছে ছবির সংশ্লিষ্ট একটি সূত্র। ওই সূত্রের মতে, ছবিটিতে ভাগ্যশ্রী ও ভূমিকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যদিও এখনও বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। এর ফলে সালমানের অন্যতম তারকাবহুল সিনেমা হতে যাচ্ছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এতে সালমানের মূল নায়িকার ভূমিকায় থাকছেন পূজা হেগড়ে। এছাড়াও আছেন দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, টিভি তারকা শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, কোরিওগ্রাফার-অভিনেতা রাঘব জুয়ালসহ অনেকেই। আলোচিত ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। এতে সালমানকে লম্বা চুলে স্টাইলিশ লুকে দেখা যাবে। এর আগে ‘বীর’ সিনেমায় তিনি বড় চুলে অভিনয় করেছিলেন। আগামী বছরের রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। এদিকে সালমানের হাতে আরও একটি সিনেমা রয়েছে। সেটি হলো তার সফল ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবি। যেখানে তার সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে আগামী বছরের দিওয়ালিতে। ছবিটিতে অতিথি চরিত্রে চমক হিসেবে হাজির হবেন শাহরুখ খান।
সূত্র: ইন্ডিয়া টুডে