July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 8:25 pm

সালাউদ্দিনকে পাপনের কড়া জবাব

অনলাইন ডেস্ক :

‘টাকার অভাবে’ মায়ানমারে অনুষ্ঠিতব্য অলিম্পিক বাছাইয়ে দল পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এই কারণে বেশ সমালোচিত হন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সমালোচনার তোপে পড়ে হঠাৎ সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্যখ্যা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসন পাপনকে খোঁচা মেরে বসেন সালাউদ্দিন। অবশেষে সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন। শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘যে যত কথাই বলুক, এসব নিয়ে আমি মন খারাপ করি না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা (অলিম্পিক বাছাই) যেতে পারল না! তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ, কষ্টৃ মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন! এই যে আপনাদের চ্যানেলগুলা (মিডিয়া) আছে না, তাদের কারও মালিকের কাছে বললেই তো দিয়ে দিত। আপ জানেনৃবিশ্বাস করেন আমি কারও সঙ্গে এটা বলিনিৃ আমাদের খেলোয়াড়েরাই তো দিত! বলত একবার। এটা কী!! এত গোপনে জিনিসটা করেছেৃ যে প্রসেসে করেছে খুব দুঃখজনক। পাপন আরও বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে, ফুটবল বোর্ডে যে সমস্ত পরিচালকরা আছে, তারা ২০ লাখ টাকা দিতে পারবে না! তাদের অনেকের দৈনিক খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে এটা আশ্চর্য লাগে। আমার মনে হয় কোনো ঘটনা আছেৃ আমি জানি না। আমার কাছে খুব আশ্চর্য লাগে। দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনামৃ. দেশের বদনামৃ. আর কিছু হয় না। আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, পুরো পৃথিবী মেনে নিচ্ছে, সেখানে আমরা বলছি যে মাত্র ২০ লাখ টাকার জন্য আমাদের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারল না! এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এদের সঙ্গে কথা বলার প্রশ্নই ওঠে না।’ সালাউদ্দিনের খোঁচা মেরে কথা বলে প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না এটা নিয়ে কেন বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আমি বলছি এ কারণে-এটার সঙ্গে ওটার কী সম্পর্ক আমি জানি না। আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করছে। এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান কেন। এটা করলে তো ওঁর মাথা খারাপ হবে এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন। করলে মাথা ঠিক থাকবে?’