October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 8th, 2021, 2:40 am

সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে মাঠে নামতে চান সুজন

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর পরিবর্তনের বাতাস বইছে বাংলাদেশ ক্রিকেটে। ঝড়ো সেই বাতাসে টিম ডিরেক্টরের বড় পদের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। দায়িত্ব নিয়েই রোববার বলেছেন, দীর্ঘ দিন ধরে আলোচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে এবার জাতীয় দলে যুক্ত করার কথা। বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের খবর, সালাউদ্দিনকে সহকারী কোচের প্রস্তাব দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে চর্চাও হয়েছে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুজনও স্বীকার করে বলেছেন, ‘আমরা ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে চাই। তবে এটা সালাউদ্দিনের ব্যাপার যে ও আসবে কিনা।’ দলের ব্যর্থতায় এরইমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান সভা করেছেন। সেখানে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন। সেই সভা প্রসঙ্গে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সুজন ভাই এই মিটিংয়ে ছিলেন। সেখানে ফারুক আহমেদকে প্রধান নির্বাচক ও সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাদের বাংলাদেশ সেটআপে আনতে আলোচনা হয়েছে। বোর্ডও প্রস্তুত। এখন বিষয়টি তাদের সিদ্ধান্ত।’ কথা হয়েছে আসন্ন পাকিস্তান সিরিজ নিয়েও। সেখানে টি-টোয়েন্টি দলে বাজে পারফর্মারদের না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাদের বদলে যুব বিশ্বকাপ জয়ী তারকাদের নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। খুব সম্ভব দল থেকে সৌম্য সরকার ও লিটন দাস বাদ পড়তে যাচ্ছেন।