November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 3:39 pm

সিকৃবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নতুন কমিটি- শোয়েব সভাপতি, আমিমুর সম্পাদক

জেলা প্রতিনিধি, সিলেট:

বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবকে সভাপতি ও সহকারী প্রফেসর কৃষিবিদ আমিনুর রশীদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে ৮৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গত ২২ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ- সভাপতি প্রফেসর ড. চন্দ্র কান্ত দাশ, মো. ছানোয়ার হোসেন মিয়া, ড. এম এম মাহবুব আলম, এ কে এম ফজলুর রহমান, ডা. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম- সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য, সহ- সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, ডা. আফরাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কামরুল ইসলাম, জাহের আহমদ, ডা. ঋত্বিক দেব অপু, কোষাধ্যক্ষ সেলিনা বেগম, দপ্তর সম্পাদক কৃষিবিদ সৌরভ ব্রত দাস, সহ- দপ্তর সম্পাদক জামিল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল্লাহ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শিপলু রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুন নাহার শারমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাজমুল হুদা, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম টিপু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক উম্মে হা্নি শিউলী খান, আইন বিষয়ক সম্পাদক ডা. কানন দাশ, সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রাজু, সমাজসেবা সম্পাদক মেহেদি হাসান টুলটুল, সহ সমাজসেবা সম্পাদক মো. কাওছার হামিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঈশিতা দেব, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হাসান মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিদুর রহমান চৌধুরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক দেবাশিস শর্মা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হীরা লাল গোপ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী হিমাংশু শেখর পাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. মওদুদুল হাসান তালহা, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ডা. অসীম রঞ্জন রায়, সুবীর কুমার পাল, কৃষিবিদ আনিসুর রহমান, প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন, প্রফেসর ড. মোস্তফা সামছুজ্জামান, সুহেল আহমদ, ড. রাশেদ চৌধুরী, ড. মোঃ মাহফুজুর রব, ডা. ফখর উদ্দিন, ডা. মোঃ সাইফুল ইসলাম, ড. রানা রায়, ডা. নাবিলা ইলিয়াছ, আশুতোষ সিংহ, ডা. মো. কামরুল হাসান, পিংকু ধর, মো. আবু কাওসার, হাফিজুর রহমান মিল্টন, অনুরাধা তালুকদার, সাঈদ ইশতিমাম সোহান, মোহাম্মদ হোসেইন বাবর, মোহন নন্দী, নিশাত তাসনীম, দ্বিপক দেব নাথ, জয়বুর রহমান, হাফেজা খন্দকার তামান্না, বিবি মরিয়ম, তাবিয়া বিনতে শান, রিপন চক্রবর্তী, মো. মামুন উদ্দিন, শামিমা সুলতানা শামা, ডা. আবুল বাশার জুয়েল, রতন মনি দাশ, রিয়াজুল ইসলাম রিয়াদ, মো শরীফুল আলম সুমন, উত্তম কুমার দাশ, ইফতেখার আহমেদ ফাগুন, আশিকুর রহমান, সাব্বির মোল্লা, বিশ্বজিৎ দাশ গুপ্তা, সব্যসাচী নিলয়, এমাদুল হোসেন, খন্দকার মোহাম্মদ সাঈদ, আশিকুর রহমান শ্রাবণ, মোঃ গোলাম কিবরিয়া সুমন, তৌফিকুর রহমান সাম্য, বদরুজ্জামান খান, শুভ্র দেব, শাহ আলম সুরুক, অরুন লামা, আতাউর রহমান, মো. নূরে আলম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের প্রতি কৃতজ্ঞতা জানান নবগঠিত কমিটির সভাপতি বদরুল ইসলাম শোয়েব ও সাধারণ সম্পাদক আমিনুর রশীদ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে নতুন কমিটি একাত্ম হয়ে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।