November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 30th, 2022, 9:00 pm

সিকৃবিতে ল্যাপসের নতুন কমিটি- সভাপতি টিপু, সম্পাদক কাওসার

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘লেকচারার’স অ্যান্ড এসিস্টেন্ট প্রফেসর’স সোসাইটির (ল্যাপস) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একোয়াকালচার বিভাগের প্রভাষক মো. আবু কাওসার।

মঙ্গলবার (২৯ মার্চ) এক সভা শেষে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সহকারী অধ্যাপক শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক জামিল আহমেদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য প্রভাষক ডা. মো. মওদুদুল হাসান তালহা, মোহন নন্দী, নিশাত তাসনীম, মো. জয়বর রহমান, দেবাশিস শর্মা ও ফয়েজ আহমেদ।