November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 14th, 2021, 8:46 pm

সিক্স প্যাক নিয়ে হাজির ইমরান হাশমি

অনলাইন ডেস্ক :

তার উপস্থিতি ও চাহনি ঝড় তুলেছিল আপামর তরুণী হৃদয়ে। যে সময় বলিউডের নায়করা পর্দায় চুমুর দৃশ্য নাকচ করে দিতেন, সেই সময় দাঁড়িয়ে নিজের আলাদা একটা জায়গা তৈরি করেছিলেন তিনি। এবার সেই ইমরান হাশমি সবাইকে অবাক করে নতুন রূপে পর্দায় আসছেন। এই সময়ের খবরে বলা হয়, খুব শিগগিরই ইমরান হাশমিকে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতে। সেই ছবির কারণেই নিজেকে একেবারে বদলে ফেলেছেন ইমরান হাসমি। তার নতুন টোনড চেহারার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। তারপর থেকেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু, হঠাৎ ৪২-এর কোঠায় দাঁড়িয়ে এরকম রূপান্তর অবাক করেছে সবাইকে। সালমান খান ছাড়া এই প্রথম টাইগার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন আর এক তারকা ইমরান হাশমি। এই কারণেই নতুন রূপে মিস্টার ‘সিরিয়াল কিসার’। নতুন লুকে ইনস্টাগ্রামে পোস্ট করা ইমরান হাশমির এক ছবিতে দেখা যায়, কঠোর পরিশ্রম করে একেবার টোনড, সিক্স প্যাক আ্যবস বানিয়ে ফেলেছেন অভিনেতা। মাথায় লাল রং এর ব্যান্ডানা, শার্ট লেস বডি ও কালো ট্র্যাক প্যান্টে নিজের এই লুকের ছবি শেয়ার করেন অভিনেতা। আর তাতেই আসতে থাকে একের পর এক কমেন্ট। তার এরকম লুক দেখে চোখ কপালে উঠেছে নেটিজনেদের। অভিনেতা তার এই ছবির তলায় ক্যাপশন দিয়েছেন ‘এতো সবে শুরু’। এই লুকে ‘টাইগার থ্রি’ ছাড়াও অভিনেতাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘চেহরে’ ছবিতে।