October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 2nd, 2023, 7:57 pm

‘সিগমা বাংলাদেশ’ নিয়ে নেট দুনিয়ায় প্রশ্ন

অনলাইন ডেস্ক :

“সিগমা বাংলাদেশ! যার জাতীয় ফল নাকি ‘করলা’। সেই করলা আবার খেতে নাকি মিষ্টি! এখানে পকেটে টাকা না থাকলে ফ্রি বুথ থেকে চাইলে টাকা পাওয়া যায়। কেউ ইভটিজিং করার কথা চিন্তা করলে নাকি অটোমেটিক শকট খায়। তাহলে এটা আবার কেমন বাংলাদেশ?” ‘সিগমা বাংলাদেশ’ নিয়ে এমন আরও অসংখ্য মন্তব্য, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়! কেন? মানুষ কোথায় পেল ‘সিগমা বাংলাদেশ’ শব্দ দুটি? এর মানেই বা কী? মূলত ‘সিগমা বাংলাদেশ’ শব্দ দুটির সাথে বাংলার দর্শকের পরিচয় ঘটে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’তে। ৮ পর্বের এই রহস্য সিরিজটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

২৭ জুলাই আইস্ক্রিনে সিরিজটি স্ট্রিমিংয়ের পর নেট দুনিয়ায় রীতিমত আলোচনায়। বিশেষ করে সিনেমার বিভিন্ন গ্রুপ ও পেজে সিরিজটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে। যারাই দেখছেন, করছেন তুমুল প্রশংসা। বাংলাদেশের নাটক, সিনেমায় প্যারালাল বা সমান্তরাল জগতের গল্প খুব একটা দেখা যায়নি। কিন্তু ‘আমি কী তুমি’-তে দেখানো হয়েছে একটা সমান্তরাল জগতের গল্প। যা দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশের প্যারালাল ভার্সন সিগমা বাংলাদেশ, সিরিজে এমন কল্প জগতের কথা শুনে বহু দর্শক এটি নিয়ে কৌতূহলী হয়ে উঠছেন।

আর যারা দেখেছেন, তারা দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় আছেন! সিরিজের মূল চরিত্র তিথি নামের একজন মেয়ে। যার জীবনের একটাই লক্ষ্য; আর তা হলো সিনেমার নায়িকা হওয়া। শহরে একের পর এক ঘটতে থাকা নারী হত্যা এবং সিনেমায় কাজ করার ব্যাপারে পরিবারের চাপ কোনো কিছুই তার পথের কাঁটা হতে পারে না। কিন্তু একদিন রহস্যময় ক্রিস্টাল বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে।

শুধু তাই নয়, পুরো জীবনের মানেটাই বদলে যায় তিথির কাছে। এমনই রহস্যে মোড়া জীবনচরিতের চারপাশ জুড়ে চিত্তাকর্ষক এক আবহের সৃষ্টি করা হয়েছে আকাশের গায়ে সবুজ বলয়রেখা দেখিয়ে। দৃশ্যটি দর্শকদের মনে একটাই সম্ভাবনার উদয় ঘটায়; আর তা হচ্ছে পৃথিবীতে এলিয়েন আগ্রাসন। কিন্তু তার সত্যতা এই প্রথম সিজনেই যাচাই করা হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিজনের জন্য। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আরও আছেন শ্যামল মাওলা, সাদিয়া ইসলাম মৌ, জুনায়েদ বোকদাদি, ফজলুর রহমান বাবু, আবদুল্লাহ আল সেন্টু, ওয়াহিদা মল্লিক, তারিক আনাম খান, আনোয়ার শাহী ও রফিউল কাদের রুবেল।