December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 15th, 2023, 12:02 pm

সিঙ্গাপুরে মারা গেলেন নায়ক ফারুক

চলে গেলেন নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় (সোমবার) সকাল ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।

উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

—ইউএনবি