April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 8th, 2021, 8:00 pm

সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আঁচল

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার প্রগতিশীল চিত্রনায়িকা আঁচল আঁখি। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনাকালীন একের পর এক নতুন সিনেমার খবরে ছিলেন তিনি। গত বছর ফিরেই বেশ কিছু নতুন সিনেমায় যুক্ত হয়ে আলোচনায় আসেন আঁচল। সোমবার কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে অংশ নিয়েছেন ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’ সিনেমার গানের দৃশ্যের চিত্রায়ণে। আগামী ৯, ১০ ও ১১ তারিখ তেজগাঁওয়ে শেষ দৃশ্যের শুটিং দিয়ে বন্ধ হচ্ছে সিনেমাটির ক্যামেরা। এতে আঁচলের বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি আঁচল যুক্ত হয়েছেন ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজে। তারকাবহুল ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শাহীন সুমন। এরইমধ্যে প্রথম দফায় শুটিং করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় দফায় ফের অংশ নিচ্ছেন আগামী ১৪ থেকে ২০ পর্যন্ত। একটানা কাজ করে শেষ হবে বাকি অংশের শুটিং। আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’ ও ‘রাগী’ সিনেমাগুলো। নির্মাণাধীন রয়েছে ‘চাঁদনী’ ও ‘একপশলা বৃষ্টি’। এ ছাড়া তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ। বর্তমানে নতুন কয়েকটি সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাগুলো নিয়ে আশাবাদী আঁচল। তিনি বলেন, ‘কাজের তো অনেক প্রস্তাব আসে, তবে বুঝে-শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। প্রতিটি সিনেমায় আমার চরিত্রের ভিন্নতা রয়েছে। নিজেও চেষ্টা করেছি সেরাটি দিয়ে কাজটি করতে। এই সিনেমা কটি করে নিজেও অনেক তৃপ্তি পেয়েছি। সিনেমাগুলো মুক্তি পেলে আমার চরিত্রগুলো দর্শকদের নতুন করে ভাবাবে। আশা করি, সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় আঁচলের আত্মপ্রকাশ। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এরপর তার অভিনীত আরো বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোতে চমক রয়েছে বলে জানান লাস্যময়ী এই নায়িকা।