October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:27 pm

সিনেমার রাজনীতিতে যোগ দিলেন বনি

অনলাইন ডেস্ক :

সরব রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করলেও সেই রাজনীতি চলে এলো ওপার বাংলার অভিনেতা বনি সেনগুপ্তর ক্যারিয়ারেও। রোমান্টিক ও রাজনীতি নির্ভর একটি সিনেমাতে অভিনয় করছেন তিনি। বর্তমানে নির্মাতা রাজা চন্দের ‘আম্রপালি’ সিনেমার শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এই সিনেমাতেই প্রেমের পাশাপাশি খানিক রাজনৈতিক টানাপোড়েনও থাকছে। এ প্রসঙ্গে বনি বলেন, ‘কিছুদিন রাজনীতিতে আমার সরব উপস্থিতি থাকলেও সেই মাঠ থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছি। অভিনয় আমার মূল পেশা। বাস্তব রাজনীতি আর পর্দার রাজনীতির সঙ্গে কোনো মিল নেই। তাছাড়া নির্মাতা এই চরিত্রটির জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন বলেই সুযোগ দিয়েছেন। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে তার আস্থার প্রতিদান দিতে।’ নির্মাতাও দাবি করেন গল্পের প্রয়োজনে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরই সুযোগ দিয়েছেন তিনি। তবে এর আগে একাধিক সিনেমায় বনির বিপরীতে তার প্রেমিকা কৌশানীকে দেখা গেলেও এবার তা আর দেখতে পাচ্ছেন না দর্শকরা। এ নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘অনেকেই বলেন বাস্তবে নায়ক-নায়িকা সম্পর্কে থাকলে পর্দার রসায়নে সাধারণত তার ইতিবাচক প্রতিফলন ঘটে। কিন্তু এই তত্ত্বে আমার বিশ্বাস নেই। আমি মনে করি, বাস্তবে সম্পর্কে থাকলে পর্দায় তাকে ফুটিয়ে তোলা বেশি কষ্টের। কারণ সত্যি সম্পর্কে অভিনয় আসে না!’