বিনোদন ডেক্স :
এতদিন পৃথিবীতে সিনেমার শুটিং হয়েছে। তবে এবার পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে হতে যাচ্ছে সিনেমার শুটিং। আর এই এতে অভিনয় করবেন রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী ইউলিয়া।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর জানিয়েছে।
রসকসমস জানিয়েছে, চলচ্চিত্রের শুটিং-এর জন্য ভূ-পৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসলিড ও তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো। প্রাথমিকভাবে ৫ অক্টোবর দিনটির কথা ভাবা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে নাসা জানিয়েছে, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য মহাকাশে পাঠানো হচ্ছে হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজকে। তার সঙ্গী হবেন পরিচালক ডগ লিম্যান। আর তা হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরেই। এই অভিযানে সহায়তা করছেন স্পেস-এক্স সংস্থার কর্ণধার এলন মাস্কও।
বিজ্ঞানীদের একাংশের বক্তব্য, মহাকাশে আগে কে, এই প্রতিযোগিতা এবার শুরু হতে চলেছে চলচ্চিত্রের শুটিং নিয়েও।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ