অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পেয়েছে জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। ছবিটি প্রমোশনের জন্য হলে হলে ঘুরছেন সিনেমার কলাকুশলীরা। গতকাল নিজের অভিনীত ‘কিল হিম’ দেখতে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন অনন্ত। দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে আবেগে আপ্লুত অনন্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এ নায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত জলিল তাকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন।
সমালোচকদের উদ্দেশে অভিনেতা বলেন, ‘ইউটিউবারদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ছবির নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। দর্শক আমাদের কাছে বড়। যারা আমাদের নেগেটিভ প্রচার করছেন, তারা অনেক ভালো মানুষ। তাদের প্রতি দোয়া রইলো, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো। তারা আরও বেশি বেশি নেগেটিভ প্রচার করুক।’ নিজের ভক্তদের উদ্দেশে অনন্ত জলিল বলেন, ‘আমার ভক্তদের বলছি, সিনেমা নিয়ে কেউ নেগেটিভ কিছু প্রচার করবেন না। কারণ এতে ইন্ডাস্ট্রির ক্ষতি।
সবার ছবি ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো থাকবে।’ প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরের সিনেমা করেছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সুনান মুভিজ’র ব্যানারে ‘কিল হিম’ নামের অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ করেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল। অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।
আরও পড়ুন
দক্ষিণী তারকার সাথে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা
আবারও সিনেমা হলে আসছে ‘সাঁতাও’
নাগরিক প্রেমিকদের নিয়ে সিনেমা ‘আন্তঃনগর’