সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বাঐতারা গ্রামের রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আলম হোসেন নামে এক দলিল লেখকের ভূমি অফিস থেকে দলিল ওঠানো নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এসময় আরিফ হোসেন নামে এক যুবক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে ১৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
সঞ্চয়পত্রে বাড়ছে না নতুন বিনিয়োগ
১৪৯৮ টাকার ১২ কেজি এলপিজি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকায়: ডিএসসিআরপি
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত