November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 12:33 pm

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৪

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন বাস ও ভ্যানের আরও ২০ যাত্রী। শুক্রবার সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের বড় গোঁজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২০ জন।

তিনি আরো জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। পরে আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।