November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 8:01 pm

সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০

সরকারি কাজে বাধা প্রদান, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি, ১২টি মোটরসাইকেল পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এসব মামলায় এরই মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে অপর মামলাটি করেন।

মামলায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন-জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজারে কেন্দ্রীয় কর্মসূচির নামে বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ১২টি মোটরসাইকেল ভাংচুর ও পোড়ানো হয়।

এসব ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

—-ইউএনবি