September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:08 pm

সিরাজগঞ্জে হত্যা মামলায় ভাইসহ ২ ভাতিজার যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর রহমত আলী হত্যা মামলায় ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার দুই ছেলে মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী।

সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামে রহমত আলীর সাথে আপন ভাই নুরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০১৬ সালে ৪ মার্চ দুপুরে রহমত আলীর সাথে তার ভাই নূরুল ইসলামের বসত বাড়ির ভিটা নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী ধারালো চাকু ও শাবল দিয়ে আঘাত করলে রহমত আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রহমত আলীর স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেন।

–ইউএনবি