November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 24th, 2024, 9:35 pm

সিরাজগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ষোল মাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২।

গ্রেপ্তার মো. আবু সাঈদ (৩৮) বগুড়া জেলার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।

সোমবার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোম্পানি কমান্ডার জানান, আবু সাঈদ মাদক আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

গ্রেপ্তার আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

—–ইউএনবি