September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 5th, 2024, 9:33 pm

সিরাজগঞ্জে ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে ফেনসিডিল ও গাঁজা বহনের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

এ সময় তাদের কাছ থেকে ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, আটটি মোবাইল ও নগদ ৬ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের বক্কারের ছেলে মোজাহার (৩১), লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল মোনা (১৯), কুড়িগ্রামের কচুকাটা উপজেলার কেদার গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৫), দক্ষিণ বলদিয়া গ্রামের তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের মঈন আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) অধিনায়ক মো. মারুফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও সলংগা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় ভুট্টা ভর্তি ট্রাক থেকে ৫১১ বোতল ফেনসিডিল এবং শুক্রবার ভোরে বগুড়ার শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১২ কেজি গাঁজাসহ ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

—–ইউএনবি