November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 8th, 2024, 7:48 pm

সিরিজে মুগ্ধতা ছড়ালেন মিমি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি হইচই প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে টোটা রায় চৌধুরী ও মিমি চক্রবর্তীর কোর্টরুম ড্রামা ‘যাহা বলিব সত্য বলিব।’ আদালতে দুই মহারথির লড়াই। পাকেচক্রে জড়িয়ে আরও কিছু মুখ। ডিফেন্ডার, প্রসিকিউটরের বাক্যবানে গোটা সিরিজ জুড়েই ছিল টান টান উত্তেজনা। এই সিরিজে সম্পূর্ণ নতুনরূপে নিজেকে প্রমাণ করেছেন মিমি। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। গেল ৬ই জানুয়ারি সকালে ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন মিমি।

যেখানে পরেশ রাওয়াল জানিয়েছেন, বাংলা ছবি ও বাংলার সংস্কৃতি দুই-ই তার কতোটা প্রিয়। পাশাপাশি সিরিজের দাপুটে আইনজীবী ‘পৃথা রায়’-এর অভিনয়ে মুগ্ধ তিনি। অভিনেতার কথায়, লিগ্যাল প্রফেশন নিয়ে এই সিরিজ।সবাই সত্যিটা জানেন, অথচ সেটা প্রমাণ করার জন্যই কোর্টরুম জুড়ে নানা নাটকীয় মোড়। দুর্দান্ত এই সিরিজে মিমি চক্রবর্তীর অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। গোটা টিমকে আমার শুভেচ্ছা। মিমির সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আমি চাই, মিমি আগামী দিনে আরও বেশি হিন্দি সিনেমায় কাজ করুন। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী, পর্দার বাবু ভাইয়ার প্রশংসায় ক্যাপশনে লেখেন, তাকে কে না ভালোবাসে। বিরলতম অভিনয়ের গুণ রয়েছে তার। অত্যন্ত বিনয়ী ও ন¤্র মানুষটা স্বয়ং যেন অনুপ্রেরণা।