October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 7:38 pm

সিলেটকে হারিয়ে বিশাল জয় পেল খুলনা

অনলাইন ডেস্ক :

বিপিএলের এবারের আসরে কেবল ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিলেট সানরাইজার্স। যার সর্বশেষ বৃহস্পতিবার মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ মিথুনের ৭২ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানের মোটামুটি স্কোর দাঁড় করায় খুলনা। জবাবে ৩৪ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। দলটির পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থেকেছেন আন্দ্রে ফ্লেচার। ৪৭ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৫টি ছয় ও সমান ছক্কার মার। অপর ওপেনার সৌম্য সরকার করেছেন ৩১ বলে ৪৩ রান। তাদের দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ৯৯ রান। এরপর ওয়ানডাউনে নেমে ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন থিসারা পেরেরা। তার আগে খুলনার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। এ ছাড়া নাবিল সামাদ, কামরুল ইসলাম ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। আর সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন নাজমুল অপু।