September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 8:20 pm

সিলেটের নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট জেলার বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ওসমানীনগর উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমার ইউএনও স্নিগ্ধা তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণকারীরা হলেন, সিলেট জেলা গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, পূর্ব আলীরগাঁওয়ের মোহাম্মদ নজরুল ইসলাম, ওসমানীনগর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, তাজপুরের ইউনিয়নের অরুণোদয় পাল, উছমানপুরের ইউনিয়নের ওয়ালি উল্লাহ বদরুল, সাদিপুরের ইউনিয়নের সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনুপুর ইউনিয়নের গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গাবাজার ইউনিয়নের মো. আখলাকুর রহমান, গোয়াল বাজার ইউনিয়নের পীর মো. মজনু মিয়া, দয়ামীর ইউনিয়নে এসটি এম ফখর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নে আরশ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, তেতলী ইউনিয়নে মো. অলিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ইসমাপুর পশ্চিম পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী শপথবাক্য পাঠ করেন।