July 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:34 pm

সিলেটে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব শুরু, উল্টো রথ ৮ জুলাই

জেলা প্রতিনিধি, সিলেট:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দির রথযাত্রা উপলক্ষে আট দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

সনাতন ধর্মাবলম্বীদের জানেন যে,ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এজন্যই রথের ওপর জগন্নাথ, বলদেব , সুভদ্রা মহারানীর বিগ্রহ রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সকালে ইসকন সিলেট মন্দিরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে। এ উপলক্ষে দুপুরে ইসকন সিলেট মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী,ি সলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসওয়াল প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে মঙ্গলপ্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন জনাব মুহিবুর রহমান মানিক এমপি।
পরে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহসহ বিশাল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি নগরীর রিকাবীবাজার, চৌহাট্রা, জিন্দাবাজার, নাইওরপুল, বন্দরবাজার, তালতলা, রিকাবীবাজার হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
আগামী শুক্রবার (৮ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ইসকন সিলেটের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।