October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 8:42 pm

সিলেটে এসএমপি’র মেডিকেল সেবার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সদর উপজেলার বানভাসি মানুষদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে।
২৬ জুন রোববার সকাল ১০ টায় সদর উপজেলার বাধাঘাট ব্রীজের পাশে এসএমপির নৌকার মাঝে আনুষ্ঠানিক ভাবে মোডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যােতিময় সরকার, এডিসি গৌতম দেব, জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান, ওসি (তদন্ত) মো: খালেদ মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ বলেন, দুস্থ ও অসহায় ও বানভাসি মানুষেদের পাশে সব সময় এসএমপির সব পুলিশ সদস্যরা পাশে ছিলো। বানবাসি মানুষদের জন্য আমাদের চিকিৎসা সেবার উদ্বোধন করেছি আজ। যারা অসুস্থ হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা করবে আমাদের মেডিকেল টিম। আমাদের পক্ষ থেকে ফ্রিতে মেডিসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।