June 7, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 26th, 2022, 8:38 pm

সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে

জেলা প্রতিনিধি, সিলেট :

মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সে লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুতি গ্রহণ করছে। চলছে শেষ মুহুর্তের কাজ।

মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফকে সাথে নিয়ে শাহী ঈদগাহ ময়দানের কাজের অগ্রগতি পরিদর্শণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ।

বিশ্ব স্বাস্থ্য মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে গত দুই বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি শাহী ইদগাহ ময়দানে।