রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, সুন্দর ও সবুজায়ন পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। বৃক্ষ শুধু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখেনি, প্রাণী জগতের অক্সিজেন প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু নিজের স্বার্থে নয়, বরং দেশ ও জাতির স্বার্থে বেশি করে বৃক্ষরোপন ও এর পরিচর্যা করতে হবে। তিনি সুন্দর দেশ গড়ার স্বার্থে সকলকে বেশি করে বৃক্ষরোপনের আহবান জানান।
তিনি ২৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের আয়োজনে কুশিয়ারা জোনের বৃক্ষের চারা ও সবজি বিক্রির ভ্যান বিতরন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ ফয়ছল করিম মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লেঃ কঃ (অবঃ) এম আতাউর রহমান পীর, ডিজিএন ইঞ্জিনিয়ার রোটাঃ মতিউর রহমান, জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ হানিফ মোহাম্মদ, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ বদরুল আলম চৌধুরী, জোনাল সেক্রেটারী রোটাঃ মামুনুর রশীদ, রোটাঃ শামছুল আমীন রাখি, ডেপুটি ডিষ্ট্রিক্ট গর্ভনর রোটাঃ অংশুমান ভট্টাচার্য রাখু, এসিস্ট্যান্ট গর্ভনর এডভোকেট রোটাঃ মুহিতুর রহমান রনি, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ আবু সুফিয়ান, রোটাঃ আব্দুল্লাহ আল জাকির, গর্ভনর স্পেশালএইড রোটাঃ মাহবুব ইকবাল মুন্না, এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ মাসুদ আহমদ চৌধুরী, রোটাঃ আব্দুস সালাম, রোটাঃ আব্দুল কাইয়ুম, রোটাঃ মিজানুর রহমান (বিয়ানীবাজার), গর্ভনর টিম সদস্য রোটাঃ ইকবাল হোসেন ।
উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটাঃ আমিনুল ইসলাম, সেক্রেটারী রোটাঃ এস এ শফি, রোটারী ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর প্রেসিডেন্ট জাকির হোসেন, রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটাঃ বুরহান উদ্দিন, সিলেট রয়েলস্ এর প্রেসিডেন্ট রোটাঃ অর্ণব ভট্টাচার্য, সিলেট সুপ্রীম এর প্রেসিডেন্ট রোটাঃ এনামুল কবীর, সিলেট প্রিমিয়ারের আইপিপি রোটাঃ লিপু সিংহ, সেক্রেটারী ইঞ্জিনিয়ার রোটাঃ জয়দেব বিশ্বাস, ক্লাব সদস্য আব্দুল কাইয়ুম, আলাল আহমদ, জিয়াউর রহমান চৌধুরী, রাহাত আহমদ, আহমদুর রব চৌধুরী, নাসির আহমদ চৌধুরী, শুভ দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন ক্লাবের মধ্যে পাচঁ শতাধিক বৃক্ষের চারা ও একজন অসহায়কে সবজি বিক্রির জন্য ভ্যান গাড়ী বিতরণ করেন।
—প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এসিএলএস ও পিএএলএস এর উপর ১০ দিনের প্রশিক্ষণ প্রোগ্রাম সমাপ্ত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
বিশ্ব সিওপিডি দিবস উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা