October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 8:26 pm

সিলেটে খারইল বিলে নৌকাডুবি, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সদর উপজেলায় খারইল বিলে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ হয়েছেন। ১৬ মে সোমবার সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা শুরু করে।
এর আগে রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।
নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
অভিযানকারী ডুবুরী দলের টিম প্রধান শহীদুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টা ডুবুরী দলের ৩ সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছের। কিন্তু নিখোঁজদের এখনও কোন সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, রোববার (১৫ মে) রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।