December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 8:41 pm

সিলেটে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায় এর অবসর গমন উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, সিলেট এরিয়ার অফিসের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার।
বক্তব্যে রাখেন সংবর্ধিত নারায়ণ চন্দ্র রায়, জনতা ব্যাংক জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার ও জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ রুহুল আলম, বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ, সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ আলম হোসেন ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত নারায়ণ চন্দ্র রায়কে ব্যাংকের পক্ষ থেকে ক্রেষ্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

—-প্রেস বিজ্ঞপ্তি