October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 9:00 pm

সিলেটে জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট নগরীর বন্যা কবলিত শেখঘাট কলাপাড়া এলাকায় জনতা ব্যাংক লিমিটেড রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
২৫ মে বুধবার বিকেলে স্হানীয় কলাপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্টানে উপস্হিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরামের সভাপতি অবঃ জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা অবঃ জিএম বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, সিনিয়র সহ সভাপতি অবঃ জিএম সন্ধিপ কুমার রায়, সাধারন সম্পাদক পি.ও অবঃ এসএম আব্দুল হাই পীর, পি.ও অবঃ আব্দুল মালেক, পি.ও অবঃ কৃপেশ রঞ্জন দাস, পি.ও অবঃ যিশু পদপাল, এস.ও অবঃ শামীম রশীদ চৌধুরী, এস.ও অবঃ মবিন আহমদ, এস.ও অবঃ কাজী আব্দুল আহাদ, এস.ও অবঃ মোশাররফ হোসেন, এস.ও অবঃ অলক কুমার দাস, এস.ও অবঃ রাধিকা রঞ্জন পাল, এস.ও অবঃ আনোয়ার হোসেন প্রমুখ।

—-প্রেস বিজ্ঞপ্তি