September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 8:16 pm

সিলেটে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি : প্রতিবাদে বিক্ষোভ, গণ-অনশন

জেলা প্রতিনিধি, সিলেট :
দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবুও সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের চামচাদের লাগামহীন দুর্নীতি আর সিন্ডিকেট রোধে সরকার ব্যর্থ হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর ক্বিনব্রিজ থেকে শুরু হয়ে রেলগেট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুহিনুর আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ সুরমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এনাম আহমদ, আব্দুল হাই মাসুক, জিলা মিয়া মেম্বার, আফতাব উদ্দিন, আব্দুল মালিক মল্লিক, গুলজার আহমদ, হাজী ইউনুছ মিয়া, বদরুল ইসলাম জয়দু, আজমল হোসেন, দেওয়ান আখদ্দুছ খান, শাহ মাহমদ আলী, আলাউদ্দিন আলাই, আসাদ মিয়া রোকন, আব্দুল মুমিন ছইল, শামছুর রহমান শামীম, সাজলা আহমদ, জমির উদ্দিন, সাহেদুল ইসলাম বাচ্চু, বখতিয়ার হুসেন ইমরান প্রমুখ।
এদিকে, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলসহ বিভিন্ন দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম গণ-অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি পালিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচি চলাকালে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, সাধারণ মানুষের কাছে করোনা মহামারির তুলনায় বড় সংকট হিসেবে বিবেচিত হচ্ছে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। এ নিয়ে সরকারের কোনো ধরনের কার্যকর পদক্ষেপ দেশবাসী দেখতে পাচ্ছে না। দেশে এখন চাল ও গমের মজুত সর্বোচ্চ, উৎপাদনও ভালো, এরপরও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যর্থ সংশ্লিষ্টদের অবিলম্বে অপসারণ ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এখন খুবই জরুরি।
অতিথি বক্তা চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য বলেন, সন্ত্রাস ও মাদকসেবীদের বিরুদ্ধে যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, ঠিক একইভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদ-ের বিধান পাস করা এখন সময়ের গণদাবি। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বাতিল ও গ্যাস সিলিন্ডারের দাম দ্রুত কমিয়ে আনতে এবং মধ্যস্বত্বভোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের আহ্বায়ক ইমাম হোসেন ও রিখন তালুকদার লিখনের যৌথ পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায়বিষয়ক সম্পাদক এম এ লাহিন, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক মো. এহসানুল হক তাহের প্রমুখ।