October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 16th, 2024, 7:15 pm

সিলেটে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত ২

সিলেটের গোয়াইনঘাটে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের পূর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। পথে সিএনজিটি পূর্ণানগর এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও সিএনজি চালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলাম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় জসির উদ্দিন মারা যান।

আহতরা হলেন- আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহ (৩০) ও তার ছেলে রায়হান (১০), জসীম উদ্দিন (২৮) ও মারজান আহমদ (৩০)। অন্য দু’জনের পরিচয় জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—-ইউএনবি