October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 7:39 pm

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহত ফখরুল ইসলাম (৪৫) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে সংঘর্ষে গুরুতর আহত হন ফখরুলসহ তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। আহত বাকি দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিলেটে ওসমানী হাসপাতালের মর্গে পাঠান।

ঘাতক মালবাহী ট্রাক, ভ্যান ও সিএনজি জব্দ করেছে পুলিশ বলেও বলে জানান ওসি।

—ইউএনবি