সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে এলাকায় ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার ভোর পৌনে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ থানার বাসিন্দা ট্রাক চালক কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার নবীনবাগ গ্রামের হানিফ উল্যাহর ছেলে চালকের সহকারী ইদ্রিছ আলী (৪২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওয়নের এসপি মো. শহিদ উল্যাহ জানান, সকালে ফজরের নামাজ আদায়ের পর একটি ট্রাকের চালক ও তার সহকারী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসপি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার ও গাড়ি দু’টি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ধাক্কা দেয়া ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের