November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 10th, 2022, 7:24 pm

সিলেটে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তার সুহেল মিয়া গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে তিনি বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা ৭টার দিকে অপর আরেক আসামিসহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওসি জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।

—ইউএনবি