মামলা থেকে বাঁচতে ভারতের নাগরিকত্ব নিয়ে বাঁচতে পারলেন না ধর্ষণ মামলায় অভিযুক্ত সুজিত নম বিশ্বাস। মামলার দেড় বছর পর মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার সুজিত নম বিশ্বাস (২২) সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল গুচ্ছগ্রামের মৃত প্রজেস বিশ্বাসের ছেলে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জানান, সুজিত ধর্ষণ মামলার পলাতক আসামি। ভারতীয় নাগরিকত্ব নিয়ে সাজা থেকে বাঁচার চেষ্টা করছিলেন তিনি। মাঝে মধ্যে লুকিয়ে দেশে এলেও তার সন্ধান পায়নি পুলিশ।
তিনি জানান, গত মঙ্গলবার সুজিত শ্রীপুর চা বাগান এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। খবর পেয়ে পুলিশ পরিচয় নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, ২০২০ সালে ১৮ জুন জৈন্তাপুর থানায় সুজিতের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। প্রায় দেড় বছর আগে তিনি ভারতে পালিয়ে যান এবং তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বোনের সহায়তায় রনি রায় নাম ধারণ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন।
—ইউএনবি
আরও পড়ুন
ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান
মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় গণমাধ্যমের অন্তর্ভুক্তির নিন্দা শিক্ষাবিদ ও সাংবাদিকদের
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ না আনায় বেড়েছে দাম