সিলেটের দক্ষিণ সুরমায় ২৫ হন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছে। এঘটনায় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
৭ এপিবিএনের মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাবেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৭ এপিবিএনের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। এপিবিএনের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে সব যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
এসআই আরও বলেন, এ ঘটনায় কেউই বড় ধরনের আঘাত পাননি, সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের