November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 2nd, 2024, 4:20 pm

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

সিলেটে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাকিব নামে এক অটোরিকশা চালক।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে এবং আহত রাকিব সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত যুবক রাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য খন্দকার জাফর ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি